দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখেরও বেশি শিক্ষার্থীর ‘মিড ডে মিল’ হাতে পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। চলতি জুলাই মাসে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও টেন্ডার কার্যক্রমে জটিলতার কারণে তা সম্ভব হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।